নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে মানবতার কল্যাণে কাজ করার অঙ্গিকার নিয়ে প্রতিষ্ঠিত খাজাঞ্চী ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের উদ্যোগে অসহায় ৫১০টি পরিবারের মাঝে অর্থ বিতরণ করা হয়েছে। শনিবার( ৬ এপ্রিল) দুপুরে স্থানীয় ঘাষিগাঁও গ্রামে এসোসিয়েশনের অর্থ সম্পাদক, যুক্তরাজ্য প্রবাসী আশরাফ উদ্দিনের বাড়িতে আনুষ্ঠানিকভাবে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ওই পরিবারগুলোর মাঝে ৩ লাখ ৭৭ হাজার টাকা বিতরণ করা হয়।
সমাজসেবক মোস্তাক আহমদের সভাপতিত্বে সংগঠক মোস্তাক আহমদ মোস্তফা ও সাংবাদিক সমুজ আহমদ সায়মনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন সিদ্দিকী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাবেক সদস্য কবির আহমদ কুব্বার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাজাঞ্চী ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশনের সদস্য, যুক্তরাজ্য প্রবাসী বখতিয়ার খাঁন, শিক্ষানুরাগী ওয়াইছ উদ্দিন, গোলাম আজম মঞ্জু।
আরও বক্তব্য রাখেন সংগঠক খালেদুর রহমান লাকী, এসোসিয়েশনের ওয়ার্ড প্রতিনিধি জিল্লুর রহমান, জিয়াউর রহমান।
বক্তারা বলেন, খাজাঞ্চি ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে মানবতার কল্যাণে কাজ করার পাশাপাশি বেশ কিছু ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে। বিশেষ করে, মহামারি করোনা ও ভয়াবহ বন্যার সময় কখনো নিরবে আবার কখনো সরবে অসহায় মানুষদের সহযোগিতা করেছে। এছাড়াও, অসুস্থদের চিকিৎসা সেবা, অনাথ শিশুদের ভরণপোষণসহ আশ্রয় প্রদান, প্রত্যন্ত অঞ্চলে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনাও করে আসছে সংগঠনটি।