বিশ্বনাথনিউজ২৪:: সিলেটের বিশ্বনাথে আ’স’ন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প’দ’প্রা’র্থী গিয়াস উদ্দিন আহমেদের আনারস প্রতীকের সমর্থনে উপজেলার দশঘর ইউনিয়নের কাশিমপুর গ্রামে উঠান বৈ’ঠ’ক অনুষ্টিত হয়েছে।
সোমবার (২৯ এপ্রিল) রাতে দশঘর ইউনিয়নের কাশিমপুর গ্রামের আবদুল হাকিমের বাড়ীতে আয়োজিত উঠান বৈ’ঠ’কে সভাপতিত্ব করেন গ্রামের প্রবিন মুরুব্বি আফিক মিয়া ।
সংগঠক আব্দুল হাকিমের পরিচালনা প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা পরিষদের সদস্য এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ। বক্তব্য রাখেন, গ্রামের মুরুব্বী লিটন মিয়া, মুকিদ মিয়া, আরাফাত আলী।
এসময় উপস্থিত ছিলেন, গ্রামের মুরুব্বী মানিক মিয়া, ইন্তাজ আলী, মুকিদ মিয়া, চেরাগ আলী, মিনারুল হক, মজই মিয়া, ইছব খান, আবদুল্লাহ মিয়া, খাইমুল্লাহ মিয়া, আংকরিম, মুছন খান, রুসন খান, রইমুল্লাহ, সেলিম মিয়া, মিয়াদ মিয়া, সোনা মিয়া, এনাম মিয়াসহ প্রমূখ।