Search
Close this search box.

বিশ্বনাথে দৌলতপুর ইউনিয়নে কাপ পিরিছের স’ম’র্থ’নে উঠান বৈঠক

কাপ পিরিছের সমর্থনে
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪:: সাবেক উপজেলা চেয়ারম্যান ও আসন্ন উপজেলা পরিষদ নি’র্বা’চ’নে চেয়ারম্যান পদপ্রার্থী সুহেল আহমদ চৌধুরীর কাপ পিরিছের স’ম’র্থ’নে সিলেটের বিশ্বনাথে দৌলতপুর ইউনিয়নের দশপাইকা গ্রা’মে’র হাজী মশরফ খানের বাড়ীতে উ’ঠা’ন বৈঠক অনুষ্টিত হয়েছে।

রবিবার (২৮ এপ্রিল) রা’তে দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ মো. আরব খানের সভাপতিত্বে প্রধান অতিথির ব’ক্ত’ব্য রাখেন বিশ্বনাথ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রা’র্থী সুহেল আহমদ চৌধুরী।

৬নং ওয়ার্ডের স’দ’স্য শফিক আহমদ পিয়ারের সঞ্চালনায় বিশেষ অ’তি’থি’র বক্তব্য রাখেন, লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, অলংকারী ইউনিয়ন পরিষদের সা’বে’ক চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, দে’ও’ক’ল’স ইউনিয়ন পরিষদের সা’বে’ক ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমিন আজাদ, ৫নং ওয়ার্ডের সদস্য মো. আঙ্গুর আলী, রা’ম’পা’শা ইউপি সদস্য মো. আয়াজ আলী, সংগঠক মো. মাহতাব উদ্দিন, মাস্টার মো. চান মিয়া, সমাজসেবক মো. মজমিল খান, মো. চুনু মিয়া, সেবুল আহমদ, আবু তাহের মিসবাহ।

অনুষ্টানে শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ শামসুল ইসলাম ও স্বাগত বক্তব্যের রাখেন সমাজসেবী মুক্তার খান।

এসময় উপস্থিত ছিলেন, সমাজকর্মী মো. কলমদর আলী, জয়নাল আবেদীন, মতছির আলী, গোলজার খান, আব্দুল করিম, আব্দুল গণি, আব্দুল মন্নান, সিরাজ আহমদ, ফজলু মিয়া, ময়না মিয়া, নজিব উল্লাহ, আবুল বশর, মাসুদ মিয়া, আশিক আলী, ছনুফর আলী, ইরন আলী, আবাছ খান, নজরুল ইসলাম, শের খান, গিয়াস উদ্দিন, মমসির আলী, ফারুক আলী, সেলিম খান, দুলাল আহমদ, কয়েছ আহমদ, আব্দুল মতিন, আজিম খান, রেজন আহমদ, সোহাগ আহমদ প্রমুখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত