নিজস্ব প্রতিবেদক :: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি বলেছেন, ‘বিদেশে যাবার আগে অবশ্যই প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে যেতে হবে। তাহলেই সকলে উপকৃত হবেন।’ বিদেশের ব্যাপারে দালালদের খপ্পরে পড়ে যাতে সর্বশান্ত হতে না হয়, এজন্য সঠিক ভাবে যাচাইবাচাই করে বৈধভাবে যাওয়ার পরামর্শও দেন তিনি।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উদ্যোগে আয়োজিত ‘দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ সংক্রান্ত’ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘দেশের উন্নয়নে প্রবাসীদের অগ্রণী ভূমিকা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসীদের সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। তাই, প্রবাসীরাও আগ্রহ পাচ্ছেন দেশে বিনিয়োগে।’
‘প্রবাসী কর্মীর উন্নয়নের অংশিদার, সমুন্নত রাখবো তাদের অধিকার’ প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী শাহিনা আক্তার। শুরুতে মূল প্রবন্ধ তুলে ধরেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের পরিচালক মুখলিছুর রহমান।
জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ইন্সট্রাক্টর জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ শেখ মো. নাহিদ নিয়াজ, জেলা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আসিফ আজিজ, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এএইচএম ফিরোজ আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক ফারুক আহমদ, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, বিদেশফেরত লিয়াকত আলী।