Search
Close this search box.

ফেসবুকে প্রবাসীকে হত্যার হুমকি বিশ্বনাথ থানায় জিডি

প্রবাসীকে হত্যার হুমকি
প্রবাসীকে হত্যার হুমকি
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যুক্তরাজ্য প্রবাসী ও সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের পাঠাকইন গ্রামের বাসিন্দা প্রবাসী রাকিব আহমদকে হত্যার হুমকি ও তার পরিবারের সদস্যদের অশ্লীল গালিগাজ’সহ হুমকি প্রদানের অভিযোগে থানায় সাধারণ ডায়েরী (জিডি) দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২ এপ্রিল) সন্ধ্যায় প্রবাসীর চাচা ছখা মিয়া বাদী হয়ে থানায় ওই জিডি দায়ের করেন। জিডি নং ৮৯ (তাং ২.০৪.২৪ইং)।

জিডিতে বাদী উল্লেখ করেছেন, ২০২২ সাল থেকে বাদীর ভাতিজা রাকিব আহমদ যুক্তরাজ্যে বসবাস করে আসছেন। প্রবাসী রাকিব ফেসবুকে ‘রাকিব আহমদ রকি’ নামের আইডি ব্যবহার করেন। আর অজ্ঞাত ব্যক্তির ফেসবুক আইডি ‘রেজাউর রহমান জরিন (রাজ্য হীন রাজা)’ হতে বাদীর ভাতিজার ফেসবুক আইডিতে ভাতিজা’সহ বাদীর পরিবারের সদস্যদেরকে উদ্দেশ্য করে বার্তার মাধ্যমে অশ্লীল ভাষায় গালিগালাজ ও হুমকি প্রদান করে আসছে। প্রবাসে থাকা বাদীর ভাতিজা দেশে আসলে তাকে (রাকিব) হত্যা’সহ তাদের (পরিবারের সদস্য) যেকোন জায়গায় পাইলে বড় ধরণের ক্ষতিসাধন করবে বলিয়া হুমকি দিয়ে আসছে। উক্ত অজ্ঞাতনামা ব্যক্তির কার্যকলাপে ভবিষ্যৎ প্রয়োজনের জন্য থানায় সাধারণ ডায়েরী (জিডি) দায়ের করেছেন বাদী।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ