Search
Close this search box.

বিশ্বনাথে দৌলতপুর ইউনিয়নে নৌকার সমর্থনে উঠান বৈঠক

নৌকার সমর্থনে উঠান বৈঠক
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথ নিউজ২৪:: সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, ১৭ জুলাই অনুষ্ঠিত বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক ‘নৌকা’র পালে হাওয়া লেগেছে। অপর ৪টি ইউনিয়নেও হাওয়া বইছে নৌকার পালে। আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ইউনিয়নের প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে সরকারের বাস্তবায়িত উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে প্রত্যেকের কাছে নৌকা প্রতীকে ভোট চাইতে হবে। উপজেলার ৫টি ইউনিয়নে নৌকার বিজয় নিশ্চিত করতে হলে ঐক্যবদ্ধভাবে কাজ করার কোন বিকল্প নেই।

তিনি সোমবার (১০ জুলাই) রাতে সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ‘চেয়ারম্যান’ পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ওয়াহাব আলীর নির্বাচনী প্রতীক ‘নৌকা’র সমর্থনে ইউনিয়নের ভাটিপাড়া গ্রামে যুবলীগ নেতা নিজাম উদ্দিন মন্টুর বাড়িতে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। উঠান বৈঠকে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট গিয়াস উদ্দিন। প্রধান আকর্ষণের বক্তব্য রাখেন দৌলতপুর ইউনিয়নের নৌকার মাঝি ওয়াহাব আলী।

ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি চেরাগ আলীর সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা এইচ এম আরশ আলীর পরিচালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান, এনামুল হক এনাম মেম্বার, সাবেক সদস্য আছাব উদ্দিন, লামাকাজী ইউনিয়ন যুবলীগের সভাপতি ফয়সল আহমদ, দৌলতপুর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক আক্তার হোসেন শেখ, সংগঠক রফিক আহমদ, জামাল আহমদ, মিজান মিয়া। এসময় উঠান বৈঠকে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত