মেয়র আরিফের সাথে আনোয়ারুজ্জামান চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ

Ayas-ali-Advertise
আনোয়ারুজ্জামান চৌধুরী
আনোয়ারুজ্জামান চৌধুরী
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ ডেস্ক :: সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি রবিবার (২৮ মে) সকালে সিলেট নগরীর কুমারপাড়াস্থ মেয়র আরিফের বাসভবনে উপস্থিত হন। এসময় তাঁকে স্বাগত জানান মেয়র আরিফুল হক চৌধুরী ও তাঁর সহধর্মিনী শ্যামা হক।

দুই নেতা শুভেচ্ছা বিনিময় শেষে সিলেট সিটি করপোরেশনের বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করেন। এসময় আনোয়ারুজ্জামান চৌধুরী আরিফুল হকের দোয়া সমর্থন ও সার্বিক সহযোগীতা কামণা করেন।

উল্লেখ্য, ৪২টি ওয়ার্ড নিয়ে গঠিত সিলেট সিট করপোরেশন নির্বাচন আগামী ২১ জুন ইভিএম-এর মাধ্যমে অনুষ্ঠিত হবে। ২৩ মে ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। এরপর ২৫ মে মনোনয়নপত্র বাছাই করা হয়েছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪