Search
Close this search box.

বিশ্বনাথে ‘রাজপথে রাতদিন’ গ্রন্থের মোড়ক উম্মোচন

Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ডেস্ক :: সিলেটের বিশ্বনাথে মাসিক মাকুন্দা সম্পাদক, মরমী গবেষক কবি খালেদ মিয়ার প্রবন্ধ গ্রন্থ ‘রাজপথে রাতদিন’-এর মোড়ক উম্মোচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ মে) দুপুরে উপজেলার দৌলতপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে লেখকের বাসভবন ছন্দনিকেতনে আনুষ্ঠানিকভাবে এই মোড়ক উম্মোচন অনুষ্ঠিত হয়।


গ্রন্থের লেখক খালেদ মিয়ার সভাপতিত্বে সংগঠক সাদ্দাম হোসেন জুনেদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাম্যবাদী সাহিত্য পরিষদের সভাপতি কবি সাইদুর রহমান সাঈদ, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাসিক বাসিয়া সম্পাদক মোহাম্মদ নওয়াব আলী।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক একে আজাদ, এইচএম আরশ আলী, গীতিকবি আহমদ শরীফ, শিক্ষানুরাগী হাফেজ আরব খান।


এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছড়াকার শাহিন মিয়া, লাহিন নাহিয়ান, তারেক আহমদ, জুবায়ের আহমদ, জাকারিয়া আহমদ, মানবতার ঘরের সদস্য ইকবাল হোসেন, সংগঠক আরিফ আহমদ, কামাল উদ্দিন, ফাহিম আহমদ ইমন।
মোড়ক উম্মোচনের পূর্বে স্বজন পাঠাগারের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও মাসিক মাকুন্দা সম্পাদক মরমী গবেষক কবি খালেদ মিয়ার ৫৮তম জন্মবার্ষিকী পালন করা হয়।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪