বিশ্বনাথ পৌরশহরের আবর্জনা ও যানজট নিরসনে ৭ দফা দাবিতে প্রবাসীদের স্মারকলিপি

Ayas-ali-Advertise
বিশ্বনাথ পৌরশহরের আবর্জনা ও যানজট নিরসনে ৭ দফা দাবিতে প্রবাসীদের স্মারকলিপি
বিশ্বনাথ পৌরশহরের আবর্জনা ও যানজট নিরসনে ৭ দফা দাবিতে প্রবাসীদের স্মারকলিপি।
বিশ্বনাথ পৌরশহরের আবর্জনা ও যানজট নিরসনে ৭ দফা দাবিতে প্রবাসীদের স্মারকলিপি
বিশ্বনাথ পৌরশহরের আবর্জনা ও যানজট নিরসনে ৭ দফা দাবিতে প্রবাসীদের স্মারকলিপি।
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথ পৌরশহরের দীর্ঘদিনের আবর্জনা ব্যবস্থাপনা ও যানজট সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে উপজেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছেন প্রবাসীরা। সোমবার (১২ জানুয়ারি) যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে বসবাসরত বিশ্বনাথের প্রবাসীদের পক্ষ থেকে উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম রুবির নিকট এ স্মারকলিপি হস্তান্তর করা হয়।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের উইল্ট শায়ার সিটির ডেপুটি মকরম আলী আফরোজ, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের চেয়ারপার্সন মাফিজ খান, ট্রাস্টি মনির উদ্দিন বশির, বশির মিয়া, আব্দুল গফুর, ফারুক মিয়া, বাবরল হোসেন বাবুল এবং কমিউনিটি নেতা আব্দুন নুর।

লিখিত স্মারকলিপিতে প্রবাসীরা উল্লেখ করেন, তারা ছুটি কাটানো ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের উদ্দেশ্যে দেশে অবস্থান করছেন। তবে অত্যন্ত হতাশাজনকভাবে লক্ষ্য করছেন যে, প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথ উপজেলা সদর ও পৌরশহরের প্রায় সর্বত্র ময়লা-আবর্জনার স্তূপ জমে রয়েছে। বিশেষ করে পলিথিন, প্লাস্টিক বোতল ও গৃহস্থালি বর্জ্যে শহরের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে।

স্মারকলিপিতে আরও বলা হয়, একসময়ের স্রোতস্বিনী বাসিয়া নদী বর্তমানে মৃতপ্রায় অবস্থায় রয়েছে। বাসিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় নদীর উভয় তীরে আবর্জনার স্তূপ জমে দুর্গন্ধ ছড়াচ্ছে, যা জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য চরম হুমকি। পৌরশহরের হোটেল-রেস্তোরাঁ ও বাজার এলাকায় বসলে দুর্গন্ধে স্বাভাবিকভাবে অবস্থান করাও কঠিন হয়ে পড়েছে।

এছাড়া বিশ্বনাথ বাজারে পর্যাপ্ত ডাস্টবিনের অভাব, পরিচ্ছন্নতা কর্মীদের কার্যকর তৎপরতার ঘাটতি এবং যত্রতত্র যানবাহন দাঁড় করিয়ে যাত্রী ওঠানামার কারণে প্রতিনিয়ত তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ করা হয়। থানার সম্মুখ এলাকা, কালিগঞ্জ-জগন্নাথপুর সড়ক ও উপজেলা সড়কে প্রায় সারাক্ষণ যান চলাচল ব্যাহত থাকে, ফলে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, বিশ্বনাথ-খাজাঞ্চি সড়ক সংলগ্ন খালটি আবর্জনায় ভরে গিয়ে কার্যত মৃতপ্রায় হয়ে পড়েছে। অপরিকল্পিতভাবে ময়লা ফেলার কারণে খাল থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং স্বাভাবিক পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে। পাশাপাশি পৌরশহরে পর্যাপ্ত ড্রেনেজ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার অভাবও মারাত্মক সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়।

প্রবাসীরা তাদের স্মারকলিপিতে সাত দফা দাবি উত্থাপন করেন। এর মধ্যে রয়েছে— শহরের বাজার ও অলিগলির বর্জ্য নিয়মিত সংগ্রহ ও নির্ধারিত স্থানে ফেলা, বাসিয়া নদীর উভয় চর থেকে জরুরি ভিত্তিতে আবর্জনা অপসারণ, বাজার এলাকায় পর্যাপ্ত ডাস্টবিন স্থাপন, বাসিয়া ব্রিজ এলাকায় পূর্ণকালীন ট্রাফিক ওয়ার্ডেন নিয়োগ, যানজট নিরসনে বাজারের বাইরে বাস, সিএনজি ও রিকশার জন্য আলাদা স্ট্যান্ড স্থাপন, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করা এবং দখলকৃত সরকারি খাল উদ্ধার ও খননের মাধ্যমে স্বাভাবিক পানিপ্রবাহ ফিরিয়ে আনা।

স্মারকলিপি গ্রহণ করে উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম রুবি বলেন, প্রবাসীদের উত্থাপিত দাবিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করে পর্যায়ক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪