সিলেট খবর ডেস্ক:: ঢাকার সাথে সিলেট ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া ঢাকাগামী মালবাহী কনটেইনারের ১২টি চাকা লাইনচ্যুতের ঘটনার কারনে এ যোগাযোগ বন্ধ রয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার দাড়িয়াপুর এলাকায় এ লাইনচ্যুতের ঘটনা ঘটে।
তথ্যটি নিশ্চিত করে সহকারী স্টেশন মাস্টার জসিম মিয়া বলেন, অতিরিক্ত গরমের কারনে ব্রাহ্মণবাড়িয়ার দাড়িয়াপুরে রেললাইন বেঁকে গিয়ে মালবাহী কনটেইনারের ১২টি চাকা লাইনচ্যুত হয়েছে। এ কারণে ঢাকার সাথে সিলেট ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।