বিশ্বনাথনিউজ২৪ : সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের মিছবাহুল উলুম দাখিল মাদ্রাসা কাইড়ঘাটের ৫৫তম বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন হয়েছে। শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে মধ্যরাত পর্যন্ত অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন ঢাকা বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ও হাইকোর্ট জামে মসজিদের খতীব আল্লামা আহমদ হাসান চৌধুরী শাহান।
প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করেন ইসলামী চিন্তাবিদ মাওলানা নুর মোহাম্মদ ছিদ্দিকি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটসের সাবেক স্পিকার কাউন্সিলর মো. আয়াস মিয়া।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি, সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব শামছু মিয়া লয়লুছের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন মিয়ারবাজার হযরত শাহচান্দ শাহকালু আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মুক্তারিদ খান, মুফাচ্ছিরে কোরআন মাওলানা রুহুল আমিন ওসমানী ও বিশ^নাথ দারুল উলুম ইসলামীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নো’মান আহমদ।
মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা মুছলেহ উদ্দিন ও সহ সুপার মাওলানা সাইদুল ইসলামের পরিচালনায় মাহফিলে আরও আলোচনা পেশ করেন ম্দারাসার সাবেক সুপার মাওলানা আবু তাহের, মাইজগ্রাম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা লুৎফুর রহমান, করিমুন্নেছা ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা গোলাম রব্বানী, মিছবাহুল উলুম দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী মাওলানা মুখলিছুর রহমান ও মাওলানা আরিফ বিল্লাহ।
এবছর মাদ্রাসা থেকে হিফজ সম্পন্নকারী ৪জন ছাত্রকে মাহফিলে পাগড়ি পড়িয়ে দেন প্রধান অতিথি আল্লামা আহমদ হাসান চৌধুরী শাহান। এছাড়া মাহফিলে মাদ্রাসার পক্ষ হতে যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটসের সাবেক স্পিকার কাউন্সিলর মো. আয়াস মিয়াকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
মাহফিলে দেওকলস ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমিন আজাদ, যুক্তরাজ্য প্রবাসী হাজী নূর মিয়া, হাজী আব্দুল গণি, বাবুল মিয়া, শাহিন খান, হাজী আবুল কালাম সহ এলাকার বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহন করেন।