Search
Close this search box.

বিশ্বনাথের দেলোয়ার অবশেষে ঢাকা থেকে গ্রেফতার

র‍্যাব-২
Facebook
Twitter
WhatsApp

নিজস্ব প্রতিবেদক : সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের রহমানগর গ্রামের আব্দুর রউফের পুত্র ডাকাতি মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী দেলোয়ার হোসেনকে অবশেষে গ্রেফতার করা হয়েছে। র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-২ এর সহযোগিতায় আজ রোববার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানী ঢাকার একটি ডায়গস্টিক সেন্টার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত দেলোয়ার হোসেন দীর্ঘদিন ধরে পুলিশের কাছ থেকে খুব চতুরতার সাথে পালিয়ে বেড়াচ্ছিল। দেলোয়ারের বিরুদ্ধে বিভিন্ন জনকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা, প্রতারণা করে নিজেকে র‍্যাব, পুলিশ, সাংবাদিক ও সিআইডি পরিচয় দিয়ে অনেকের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া, রামপাশার মানবপাচার মামলায় জড়িত রফিকুল ইসলাম ও অনন্যা প্রিয়া পিংকিদের সাথে সখ্যতা সহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী আতাউর রহমান জানান, ঢাকাতে দেলোয়ারের অবস্থান নিশ্চিত হয়ে থানার এসআই জয়ন্ত সরকারের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম রোববার ঢাকা যান এবং তারা র‍্যাব-২ এর সহযোগিতার দেলোয়ারকে গ্রেফতার করতে সক্ষম হন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত