বিশ্বনাথনিউজ২৪ : সিলেটের বিশ্বনাথ উপজেলায় আটগ্রাম বাজারে (নয়া বাজার) ফাহিম রহমানের সার্বিক তত্ত্বাবধানে ‘রহমান স্পোর্টস সেন্টার’ নামে ইনডোর স্টেডিয়ামের উদ্ভোধন করা হয়েছে।
বুধবার (২৫ জানুয়ারী) সন্ধ্যায় উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের লামাকাজী-বিশ্বনাথ রোডের পাশে আটগ্রাম বাজার সংলগ্ন ওই ইনডোর স্টেডিয়ামের শুভ উদ্ভোধন করেন লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া।
সমাজসেবক আতাউর রহমানের সভাপতিত্বে ও ফাহিম রাহমানের পরিচালনায় উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লামাকাজী ইউনিয়ন পরিষদের প্যানেল-১ এনামুল হক এনাম মেম্বার, খাজাঞ্চী ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার শফিক মিয়া, সাবেক মেম্বার শহিদ আহমদ, গয়াছ উদ্দিন, ব্যবসায়ী শাহিন আহমেদ, শান্তি মিয়া, বাবুল মিয়া, ক্রীড়া সংগঠক জুয়েল আহমেদ, নাজমুল রাহমান প্রমুখ।