সিলেট সংবাদ:: হবিগঞ্জের মাধবপুর উপজেলার হরষপুর রেলস্টেশন বাজারে ১৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। পুড়ে গেছে কয়েক কোটি টাকার মালামাল।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) মধ্যরাতের দিকে একটি দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট হলে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে বিজয়নগর ও মাধবপুরের দুটি ফায়ার ব্রিগেড ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় ৪ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, আগুনে ১৭টি দোকান পুড়ে গেছে। এসব দোকানের কোটি কোটি টাকার মাল পুড়ে ছাই হয়ে গেছে। এসব মালামাল পুড়ে যাওয়ায় অনেক ব্যবসায়ী নিঃস্ব হয়ে পড়েছেন।
মাধবপুর ফায়ার স্টেশনের স্টেশন চিফ মনোতোষ মল্লিক জানান- মাধবপুর ও বিজয়নগর থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তাধীন।