Search
Close this search box.

২০২৪ সালের  ডিসেম্বরে চালু হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

বিশ্বনাথ নিউজ২৪::: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি মূলত এ বছরের ডিসেম্বরে বাণিজ্যিকভাবে উৎপাদনে যাওয়ার কথা ছিল। তবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ পেতে সময় লাগতে পারে ২০২৪ সালের মাঝামাঝি বা ডিসেম্বর পর্যন্ত

বৃহস্পতিবার পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ‘সামগ্রিকভাবে কাজটি খুবই সন্তোষজনকভাবে এগিয়েছে। মহামারী চলাকালীন দুই বছর কাজ এ বাধাগ্রস্ত হয়েছিল, তবে সেই  ক্ষতি পোষানোর জন‌্য চেষ্টা করা হচ্ছে।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধে মার্কিন অবরোধের মুখে কাজে ব্যাঘাত ঘটবে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, কোনো বিঘ্ন ঘটবে না।

প্রতিমন্ত্রী বলেন, প্ল্যান্টের প্রথম ১২শত মেগাওয়াট ইউনিটের ৮৭ শতাংশ কাজ শেষ হয়েছে। ইউনিটটি মূলত ২০২৩ সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা ছিল।

আরও খবর