বিশ্বনাথনিউজ২৪ :: সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার উপজেলার রশিদপুরে বিআরটিসি বাস ও পিকআপ গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সাজন মিয়া (২৫) নামের এক পিকআপ চালক নিহত হয়েছেন। তিনি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার বড়গল্লা গ্রামের খোরশের আলীর ছেলে।
এসময় গুরুতর আহত হয়েছেন পিকআপের হেলপার একই গ্রাামের আব্দুল মনাফের পুত্র নুরুল আমিন (২৬)। তারা দীর্ঘদিন ধরে দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর এলাকায় বসবাস করে আসছিলেন। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণ সুরমা থানা পুলিশের এসআই সুমন চক্রবর্তি জানান, নিহত সাজন মিয়ার লাশ মর্গে প্রেরণ করা হয়েছে এবং আহত নুরুল আমিনকে সিলেট ওসমানী মেডিকেল ভতি করা হয়েছে। এছাড়া দুর্ঘটনা কবলিত দুটি গাড়ি জব্দ করা হয়েছে।