Search
Close this search box.

জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন আর নেই

আকমল হোসেন
Facebook
Twitter
WhatsApp

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা পরিষদের একাধিকবারের নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি আজ মঙ্গলবার রাত ১টা ৫৫ মিনিটের সময় ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন।

বিষয়টি বিশ্বনাথনিউজ২৪-কে নিশ্চিত করেছেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আলহাজ্ব আব্দুল কাইয়ুম মশাহিদ।

জানা গেছে, আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে যোগ দিতে শনিবার ঢাকায় গিয়েছিলন চেয়ারম্যান আকমল হোসেন। সোমবার রাতে হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হলে ঢাকার স্কয়ার হসপিটালে তাকে ভর্তি করা হয়। এরপর চিকিসাধীন অবস্থায় রাত ১টা ৫৫ মিনিটের সময় তিনি মারা যান।

আকমল হোসেন সম্প্রতি অনুষ্ঠিতব্য জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচেন ২য় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন এবং গত ১ ডিসেম্বর শপথ গ্রহন করেছিলেন। শপথ গ্রহন করার ২৬ দিনের মাথায় তিনি মৃত্যুবরণ করেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত