Search
Close this search box.

সিলেট গনসমাবেশে চার লাখের বেশি মানুষ দাবি বিএনপির

চার লাখের বেশি মানুষ

বিশ্বনাথনিউজ২৪:: বিএনপির সিলেট বিভাগের গনসমাবেশে চার লাখের বেশি মানুষ দাবি বিএনপিউপস্থিত হয়েছেন বলে দাবি করেছেন বিএনপির সিলেট জেলা সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী।

শনিবার আবদুল কাইয়ুম চৌধুরী গনমাধ‌্যমকে বলেন আমাদের লক্ষ্য সমাবেশে চার লাখের বেশি লোকের উপস্থিতি নিশ্চিত করা। তবে আমরা দেখছি যে আরও বেশি সংখ্যক লোক সমাবেশে এসছে । ভিড় সময় সময় বাড়ছে তাই আমরা বিশ্বাস  সমাবেশস্থলের আশেপাশের পুরো এলাকা সমাবেশের অংশ  হয়ে উঠবে।

দেখা যায় যে , সমাবেশে আসা বিএনপি নেতাকর্মীদের স্লোগান দিয়ে চারপাশ শুখরিত করে রাখছে । স্থানীয় নেতাদের প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা দল বেঁধে সমাবেশস্থলে যাচ্ছেন।

আজ সকাল থেকে নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশ শুরু হলেও গতকাল রাতে অন্যান্য জেলার হাজার হাজার সমর্থক সিলেট  নগরীতে চলে আসেন। তাদের অনেকেই শহরের বিভিন্ন কমিউনিটি সেন্টারে রাতে থাকেন। আজ সকাল থেকেই সমাবেশস্থলে নেতা-কর্মীদের ভিড় বাড়তে থাকে। শহরের সর্বত্রই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখা যায়।

কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় আজকের সিলেটের বিএনপির গনসমাবেশ। বক্তব্য রাখেন স্থানীয় নেতারা।

আরও খবর