বিশ্বনাথ নিউজ২৪:: আজ ফরিদপুরে বিএনপির বিভাগীয় সমাবেশ সকালে থেকে জেলার আব্দুল আজিজ ইনস্টিটিউশন মাঠে হাজার হাজার সমর্থকের উপস্থিতিতে শুরু হয়।
বিএনপির বিভিন্ন জেলার নেতাকর্মীরা বর্ণিল পোশাকে উপস্থিত হয়েছেন এবং সকাল ১১টা থেকে নেতাকর্মীরা বক্তব্য দিতে শুরু করেছে।
রাজবাড়ী মোড় থেকে রাজধানীর অভিমুখে কোনো যানবাহন চলাচল নেই, অর্থাৎ অনুষ্ঠানস্থলে পৌঁছাতে লোকজনকে প্রায় চার কিলোমিটার হেঁটে যেতে হয়েছে।
বিএনপির বিভাগীয় সমাবেশ শুরুর আগে ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদার্রেস আলী বলেন, আমাদের সমাবেশের জন্য সব ঠিক আছে, আরও কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হবে। ততক্ষণে আবদুল আজিজ ইনস্টিটিউশন মাঠ জনসমুদ্রে পরিণত হবে।