বিশ্বনাথনিউজ২৪:: সড়কে একটটি মর্মান্তিক দুর্ঘটনায় মৌলভী-বাজারের শ্রীমঙ্গলে কর্মরত একটি বেসরকারি টেলিভিশন বাংলা টিভির সাংবাদিক বিক্রমজিত বর্ধন নিহত এবং এ সময় তার ছেলে আহত হয়েছে। শুক্রবার (১১ নভেম্বর) মৌলভীবাজার শ্রীমঙ্গল রোডের মোকাম বাজার এলাকায় মর্মান্তিক একটি দুর্ঘটনা মারা যান তিনি।
জানা গেছে, শুক্রবার (১১ নভেম্বর) সাংবাদিক বিক্রমজিৎ বর্ধনের ছেলে জয় বর্ধনের পরিবার পরিকল্পনা নিয়োগ পরীক্ষা ছিল। পরীক্ষা দিতে মোটরসাইকেলে মৌলভীবাজার শহরে যান বাবা-ছেলে। কিন্তু পরীক্ষা শেষ করে বাড়ি ফেরার পথে মৌলভীবাজার-শ্রী মঙ্গল রোডের মোকাম বাজার এলাকায় গাছ কাটার সময় গাছটি পড়ে যায় সাংবাদিক বিক্রম জিতবর্ধন ও তার ছেলের উপর। এতে ঘটনার সময় বিক্রমজিৎ মারা গেলেও তার ছেলে জয় গুরুতর আহত হন। স্থানীয়রা তার ছেলেকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করে।
মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ মো. ইয়াসিন-উল-হক বলেন- ‘রাস্তার ধারে গাছ পড়ে দুর্ঘটনায় বাংলা টিভির সাংবাদিক বিক্রমজিৎ নিহত হয়েছেন। এ ছাড়া তার ছেলে আহত হয়েছেন। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।