বিশ্বনাথ নিউজ২৪ ডেস্ক:: সিলেট কেন্দ্রীয় কারাগারে ফজল আমিন (৫৮) নামে এক হত্যা মামলার আসামি গলায় লুঙ্গি পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। গুরুতর অবস্থায় তাকে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাটি শুক্রবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে ঘটে।
ফজল আমিন সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার নিশ্চিন্তপুর গ্রামের দৃমন খাঁ’র ছেলে। জেল কর্তৃপক্ষের দাবি, তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। আমিনের মানসিক অবস্থা খারাপ থাকায় তাকে চিকিৎসার জন্য গত ৩ আগস্ট সুনামগঞ্জ থেকে সিলেট কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।
আরও পড়ুন :: সিলেটে রাতে ঘ’রে ঢুকে কিশোরীকে ধ’র্ষণ, ত’রুণ গ্রেপ্তা’র
শুক্রবার বিকালে কারাগারে নিজের পরিধানের লুঙ্গি গলায় পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। কারাগার কর্তৃপক্ষ দ্রুত তাকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক সৌমিত্র চক্রবর্তী জানান, “বিকেল সাড়ে ৪টার দিকে মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। বর্তমানে তার মরদেহ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”