Search
Close this search box.

সাবেক পরিকল্পনামন্ত্রীসহ ৯৯ জনের বিরুদ্ধে মা’মলা দায়ে’র

পরিকল্পনামন্ত্রীসহ ৯৯ জনের বিরুদ্ধে
সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও প্রতীকি ছবি
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথ নিউজ২৪:: সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশের বিরুদ্ধে গত ৪ আগস্ট সুনামগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রজনতার মিছিলে হামলা ও গুলিবর্ষণের ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা করার আবেদন করা হয়েছে। এতে আরও ৯৯ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জের দ্রুত বিচার আদালতে মামলাটি দায়ের করেন গুলিবিদ্ধ আন্দোলনকারী জহুর আহমদের ভাই, হাফিজ আহমদ।

তিনি জেলার দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের এরোয়াখাই গ্রামের নাজির আহমদের ছেলে।

মামলায় উল্লেখিত অন্যান্য আসামিরা হলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল হুদা মুকুট, সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, মোয়াজ্জেম হোসেন রতন, রণজিত সরকার, সাবেক পৌর মেয়র নাদের বখত, সাবেক উপজেলা চেয়ারম্যান খায়রুল হুদা চপল, পুলিশের এএসপি রাজন কুমার দাস, সদর থানার ওসি খালেদ চৌধুরী, এসআই রিয়াজ আহমদ প্রমুখ।

আরও পড়ুন :: স্পিকার পদ থেকে পদত্যাগ করলে শিরীন শারমিন

এছাড়া মামলায় যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ও ছাত্রলীগের জেলার শীর্ষ নেতাদের আসামি করা হয়েছে।

বাদীর আইনজীবী মোশাহিদ আহমদ জানিয়েছেন, আদালতের বিচারক নির্জন মিত্র মামলাটি গ্রহণ করে আদেশের জন্য রেখে দিয়েছেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত