Search
Close this search box.

ই’মেইলে সিগনেচার যুক্ত করবেন যেভাবে

ই’মেইল সিগনেচার যুক্ত করবেন যেভাবে
Facebook
Twitter
WhatsApp

ই’মেইল এখন শুধু অসিসের কাজে নয়, ব্যক্তিগত তথ্য আদান-প্রদানের জন্যও ব্যবহৃত হয়। এই মাধ্যমটি বর্তমানে খুবই জনপ্রিয় কারণ বার্তা, ছবি বা ফাইল নিরাপদ এবং দ্রুত বিনিময়ের করা যায়। আপনি আপনার ঘর থেকে অতি সহজে বিশ্বের যে কোন জায়গায় মেইল এর মাধ‌্যমে বার্তা ​​পাঠাতে পারেন ।

আর যদি  এই বার্তাটি একটি স্বাক্ষর যুক্ত করতে পারেন তাহলে এটি  আরও পেশাদার হয়ে উঠবে । তাহলে জেনে নিন  ইমেলগুলিতে কীভাবে সহজেই একটি স্বাক্ষর যুক্ত করবেন।

অ্যান্ড্রয়েড মোবাইল থেকে সাক্ষর যুক্ত করতে যা করবেন

  • প্রথমে আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনে জিমেইল অ্যাপটি খুলুন।
  • উপরের বাম পাশে মেনু অপশনে ক্লিক করুন
  • এখন আপনি যে Google অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করতে চান সেটি নির্বাচন করুন।
  • ফোনে সিগনেচার অপশনে ক্লিক করে সিগনেচার বসানোর পর ওকে ক্লিক করলে কাজ হয়ে যায়।

আপনি যদি এটি আপনার ডেস্কটপ বা ল্যাপটপ থেকে করতে চান –

  • আপনার ডেস্কটপ বা ল্যাপটপ থেকে জিমেইল খুলে লগইন করুন।
  • উপরের ডানদিকের কোণায় সেটিংসে ক্লিক করুন এবং স্বাক্ষর বিভাগটি নির্বাচন করুন।
  • একটি বক্স পাবেন। এই বক্সটিতে  স্বাক্ষর করতে হবে. চাইলে এখানে একটি ছবিও যোগ করতে পারেন।
বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত