নিজস্ব প্রতিবেদক :: আগামী ২ রা নভেম্বর অনুষ্ঠিত হবে প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথ পৌরসভার প্রথম নির্বাচন। এই নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে সম্প্রতি দেশে আসেন যুক্তরাজ্যের ওল্ডহ্যাম বিএনপির একাধারে ২৭ বৎসরের সভাপতি মো. জামাল উদ্দিন। বর্তমান সরকারের অধিনে কোন নির্বাচনে বিএনপি অংশ নিবে না এটা তাদের দলীয় সিদ্ধান্ত হলেও বিএনপি নেতা জামাল উদ্দিন মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন এবং যাচাই-বাছাইয়েও তার প্রার্থীতা বৈধ ঘোষণা করেন রিটার্নিং অফিসার। কিন্তু শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামাল উদ্দিন। তিনি সোমবার তার প্রার্থীতা প্রত্যাহার করেন।
এ ব্যাপারে প্রবাসী বিএনপি নেতা জামাল উদ্দিন বলেন, ‘আমাদের দল এ সরকারের অধীনে নির্বাচন বর্জন করেছে। ইভিএম পদ্ধতিতে নির্বাচন সুষ্টু হবে না। আমি যদি এ নির্বাচনে অংশ গ্রহণ করি তাহলে তারেক জিয়ার নীতি ও আদর্শের বিরুদ্ধে আমার অবস্থান চলে যাবে এবং তাহসিনা রুশদী লুনা তিনিও নির্বাচনে অংশ গ্রহণ না করার জন্য আদেশ দিয়েছেন। তাই দলীয় সিদ্ধান্তের প্রতি আমি সম্মান জানিয়ে আমার প্রার্থীতা প্রত্যাহার করেছি।’
জামাল উদ্দিন বলেন, ‘বিশ্বনাথ পৌরসভায় উন্নিত হয়েছে, এটি বিশ্বনাথবাসীর দীর্ঘদিনের দাবি ছিলো। আমরা পৌরবাসী চাই সৎ, যোগ্য ও দক্ষ মেয়র এবং কাউন্সিলর। যারা বিশ্বনাথ পৌরসভাকে একটি সুন্দর ও পরিচ্ছন্ন মডেল পৌরসভায় রুপান্তরিত করবেন।’
জামাল উদ্দিন তাকে পাশে থেকে পরামর্শ ও উৎসাহ দিয়ে সহযোগিতা করায় এলাকাবাসী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এলাকার উন্নয়নে তিনি কাজ করে যাবার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।