বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ পৌর শহরের অন্যতম মার্কেট আল-হেরা শপিং সিটি’র চেয়ারম্যান আলহাজ্ব পংকি খানের মৃত্যুতে গভীর ভাবে শোকাহত আল-হেরা পরিবার।
আলহাজ্ব পংকি খানের মৃত্যুতে শোক জানিয়ে আল-হেরা শপিং সিটি’র ম্যানেজিং ডিরেক্টর সিরাজ উদ্দীন জানান, আগামীকাল রোববার (১২ জুন) থেকে ৩দিন আল-হেরা শপিং সিটির সকল দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।