শেরপুর সড়ক দুর্ঘটনা ১ পুলিশ সদস্য নিহত, আহত ২

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

সিলেটের মৌলভীবাজারের শেরপুরে সিলেটগামী বাসের চাপায় দায়িত্বরত অবস্থায় সিলেট রেঞ্জ পুলিশের ১ সদস্য নিহত ও ২ গুরুতর আহত হয়েছেন।

রোববার ভোর রাত ৪টার দিকে শেরপুর গোলচত্তরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত পুলিশ সদস্য সুনামগঞ্জের দোয়ারাবাজার রাকিব আলী রানা।

আহত দুজনের একজন  সিলেটের বিশ্বনাথ সদর ইউনিয়নের পশ্চিম শ্বাসরাম গ্রামের আতাউর রহমান গুলজারের ছেলে কামরানুর রহমান অপরজন  আনিস আহমেদ।

আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ও নিহতের লাশ মর্গে রাখা হয়েছে।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) পরিমল চন্দ্র দেব বলেন রাত ৪টার দিকে একটি নৈশকোচ নিয়ন্ত্রণ হারিয়ে শেরপুর পয়েন্টে ডিউটিরত পুলিশ পুলিশ সদস্যকে চাপা দেয়।এই ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হন ও অপর দুইজন আহত হন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪