বিশ্বনাথনিউজ২৪ :: বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলার মাইজগ্রাম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা লুৎফুর রহমানের মা জয়তেরা বেগম (৯২) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহম্পতিবার রাত ১২টায় সিলেট নগরীর একটি প্রাইভেট হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। তিনি মৃত্যুকালে ৬ পুত্র, ৪ কন্যা ও নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
শুক্রবার (৪ মার্চ) বেলা আড়াইটার সময় মাইজগ্রাম দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে মরহুমার জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। জানাযার নামাজে বিভিন্ন শ্রেণী পেশা বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহন করেন।
এদিকে, মাওলানা লুৎফুর রহমানের মা জয়তেরা বেগমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য মাওলানা লুৎফুর রহমান গোয়াহরী, মাওলানা আহমদ আলী হেলালী, মাওলানা আবুল বশর মো. ফারুক, মাওলানা আশরাফুর রহমান, সংস্থার সাবেক সভাপতি সিরাজুল ইসলাম ছাদ, আলতাফ হোসেন, শফিক আহমদ পিয়ার, মাওলানা হেলাল আহমদ, জামাল আহমদ, মাওলানা মাহমুদুর রহমান, আলতাফুর রহমান, মাওলানা আজিজুর রহমান, মো. আজিজুর রহমান, সাবেক সহ সাধারণ সম্পাদক সামছুল ইসলাম মকবুল, বর্তমান সভাপতি আবুল কাশেম, সিনিয়র সহ-সভাপতি আজাদুর রহমান, সাইদুর রহমান, সাধারণ সম্পাদক হাফিজ নাঈম আহমদ ও অর্থ সম্পাদক আবিদ কাওছার।
শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।