বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে বিক্রয় প্রতিনিধি এসোসিয়েশন (বিএসআরএ) এর ২০২২-২৩ সেশনের জন্য কার্যকরী কমিটির নির্বাচন আগামী ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। নির্বাচন আয়োজনের লক্ষ্যে বুধবার (৯ ফেব্রুয়ারি) সংগঠনের কার্যালয়ে উপদেষ্ঠা আল আমিন হেলাল এর সভাপতিত্বে ও উপদেষ্ঠা ফাহিমুর রহমানের পরিচালনায় এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রার্থীতা ঘোষণা করেন সভাপতি পদে লিটন আহমদ, নুরুজ্জামান সুমন ও শাহরিয়ার আলম, সাধারণ সম্পাদক পদে সিরাজুল ইসলাম ও ছালেহ আহমদ এবং সাংঠনিক সম্পাদক পদে আনছার আলী ও শাহীনুর আলম (শাহীন)।
বিশ্বনাথ পৌর শহরের নতুন বাজারস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্ঠা বিজয় দেব, গাজী নুর আলম, সাহেদ আহমদ, নাছির উদ্দিন, সাবেক সভাপতি লিটন আহমদ, নুরুজ্জামান সুমন, শাহরিয়ার আলম, সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাবেক অর্থ সম্পাদক ছালেহ আহমদ, সাবেক সাংগঠনিক সম্পাদক আনছার আলী, সহ সাংগঠনিক সম্পাদক শাহীনুর আলম শাহীন, সদস্য রাজুক মিয়া, আব্দুর রহিম, আকরাম হোসাইন প্রমুখ।