বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের বাহাড়া-দুবাগ গ্রামে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট-২ আসনের সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরীর সম্মানে লাঞ্চ পার্টি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ ফেব্রুয়ারী) দুপুরে বাহাড়া-দুবাগ গ্রামের জিল্লুল হকের বাড়িতে ‘হক পরিবারের’ উদ্যোগে ওই লাঞ্চ পার্টির আয়োজন করা হয়।
হক পরিবারের সদস্য ‘প্রবাসী সৈদুল হক ও মুহিবুল হকের’ সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত লাঞ্চ পার্টিতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ, বাংলাদেশ পুলিশের এডিশনাল এসপি আব্দুল মালিক, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, কার্যনির্বাহী সদস্য এএইচএম ফিরুজ আলী, উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া, জেলা এলডিপির সভাপতি রুপা চৌধুরী,
বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, যুগ্ম সম্পাদক আমির আলী চেয়ারম্যান, মকদ্দছ আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন, নিজাম উদ্দিন, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, কার্যনির্বাহী সদস্য বশির আহমদ, আব্দুল রোশন চেরাগ আলী, সুহেল আহমদ তালুকদার, যুক্তরাজ্য প্রবাসী আলম হোসেন, ফারুক আহমদ, আশরাফুল ইসলাম খান সুহেল, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক আবুল কালাম, দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আরিফ উল্লাহ সিতাব, সাবেক সভাপতি আব্দাল মিয়া, জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ সভাপতি কবিরুল ইসলাম কবির, উপজেলা যুবলীগের কার্যনির্বাহী সদস্য শাহ আলম খোকন, আমির আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ফয়জুল ইসলাম জয়, ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদ প্রমুখসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ।