বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন স্থানীয় কারিকোনা গ্রামের মৃত আব্দুল আজিজের পুত্র আব্দুস শহিদ। ৯ নভেম্বর তিনি পৌর বিএনপির সভাপতি বরাবর সদস্য পদ থেকে অব্যাহতি চেয়ে লিখিত পদত্যাগপত্র প্রদান করেন।
পদত্যাগকারী আব্দুস শহিদ বলেন, আমাকে অবগত না করে বিশ্বনাথ পৌর বিএনপির আহবায়ক কমিটিতে সদস্য পদে আমার নাম তালিকাভূক্তি করা হয়েছে। আমি অতীতেও বিএনপির কোন দলীয় কমিটিতে ছিলাম না। কিন্তু দুঃখের বিষয় আমার অনুমতি না নিয়ে মনগড়াভাবে কে বা কারা আমাকে কমিটিতে নাম তালিকাভূক্ত করেছে। এমতাবস্থায় আমি কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছি।