Search
Close this search box.

বিশ্বনাথে জাতীয় সমবায় দিবসে র‌্যালী ও আলোচনা সভা

Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: ৫০তম জাতীয় সমবায় দিবসে ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ প্রতিপাদ্যকে সামকে রেখে সিলেটের বিশ্বনাথে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তর আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই পতাকা উত্তোলন শেষে বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিআরডিবি মিলনায়তনে অনুষ্ঠিত সভাস্থলে এসে শেষ হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এসএম নুনু মিয়া।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক সুমন চন্দ্র দাশের সভাপতিত্বে ও সমবায় অফিসের কর্মচারী বোরহান উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ওয়াহিদ আলী, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আফিয়া বেগম, মাহতাবপুর মৎস্য আড়ৎদার ক্ষুদ্র বহুমুখি সমবায় সমিতির সাধারণ সম্পাদক সামসুল হক মোল্লা। সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা কৃষ্ণা রাণী তালুকদার।

নিজ নিজ ব্যানার সহকারে র‌্যালীতে অংশ গ্রহন করে- সোনার বাংলা ক্ষুদ্র বহুমুখী সমবায় সমিতি, ভাই-ভাই ক্ষুদ্র বহুমুখী সমবায় সমিতি, গরীব দুঃখী ক্ষুদ্র বহুমুখী সমবায় সমিতি, মাহতাবপুর মৎস্য আড়ৎদার ক্ষুদ্র বহুমুখী সমবায় সমিতি।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪