বিশ্বনাথনিউজ২৪ :: শারদীয় দূর্গোৎসব উপলক্ষে সিলেটের বিশ^নাথে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নে নিজের ব্যক্তিগত পক্ষ থেকে প্রায় ২ শতাধিক সনাতন ধর্মালম্বীদের মধ্যে বস্ত্র বিতরণ করেছেন খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার সম্ভাব্য কান্ডারী শংকর চন্দ্র ধর। সোমবার (১১ অক্টোবর) সকালে ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের কাছে আনুষ্ঠানিকভাবে ওই বস্ত্র হস্তান্তর করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি তৈমুছ আলী, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার জ্যোতির্ময় দে মতি, কনক দেবনাথ, খাজাঞ্চী ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুন নূর, সাধারণ সম্পাদক মতিউর রহমান, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বিদ্যাভূষণ চক্রবর্তী, সাধারণ সম্পাদক আব্দুল মন্নান মনাফ, খাজাঞ্চী ইউনিয়ন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি দেবব্রত চক্রবর্তী, খাজাঞ্চী ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রনজিৎ দাশ, খাজাঞ্চী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এনামুল হক বিজয়, সাধারণ সম্পাদক সমীর দে ঝুলন, সূর্যউদয় সনাতন সংঘের সভাপতি মিন্টু মালাকার, চন্দ্রগ্রাম পূজা কমিটির সভাপতি বিকাশ দত্ত, সাধারণ সম্পাদক শিল্টু বৈদ্য, বৈদ্যপাড়া পূজা কমিটির সভাপতি টপেশ বৈদ্য, সংগঠক উস্তার আলী, বিল্পব দেব, নিরেন্দ্র দাশ, রিপন দাশ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।