বিশ্বনাথ উপজেলা যুবদলের বিবৃতি ‘আব্বাস আলী সুমন দলের কেউ নয়’

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: এনজিও সংস্থা আরডিআরএস এর অফিস থেকে টাকা চুরির অভিযোগে দায়েরকৃত মামলায় গত ২ মে বিশ্বনাথ পৌর শহরের টিএনটি রোড এলাকা থেকে উপজেলার দক্ষিণ মিরেরচর গ্রামের মৃত আরফান উল্লাহ পুত্র আব্বাস আলী সুমনকে গ্রেফতার করে পুলিশ। এঘটনায় বিশ্বনাথ নিউজ টুয়েন্টিফোর ডটকমসহ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে আব্বাস আলী সুমনকে উপজেলা যুবদলের সদস্য উল্লেখ করে সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত ওই সংবাদের সাথে ভিন্নমত পোষণ করে বিবৃতি প্রদান করেছেন বিশ্বনাথ উপজেলা যুবদলের আহবায়ক সুরমান খান।

সংবাদপত্রে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে সুরমান খান বলেন, চলতি বছরের ৮ ফেব্রুয়ারি বিশ্বনাথ উপজেলা ও পৌর যুবদলে আহবায়ক কমিটি গঠন করা হয়। উপজেলা যুবদলের ওই কমিটিতে আব্বাস আলী সুমনকে সদস্য করা হলেও সে দলীয় শৃঙ্খলা বিরোধী কাজে লিপ্ত হওয়ায় দলীয় সিদ্ধান্ত গ্রহণের পূর্বেই সে (সুমন) নিজেই দল থেকে পদত্যাগ করে। পদত্যাগের সংবাদ ১৪ ফেব্রুয়ারি বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে প্রচার হয়। ১৪ ফেব্রুয়ারির পর থেকে আব্বাস আলী সুমন যুবদলের সদস্য বা কোন দায়িত্বশীল নয়। সুতরাং তার ব্যক্তিগত কর্মকা-ের জন্য দল কখনও দায়ী হতে পারে না।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪