বিশ্বনাথে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার ১

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ পৌরসভার জানাইয়া গ্রামে গত ১৬ এপ্রিল দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় থানায় দায়ের করা মামলার প্রধান অভিযুক্ত রফিক আলীকে বুধবার সন্ধ্যায় নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে জানাইয়া গ্রামের মৃত রহিম উল্লাহর পুত্র। সংঘর্ষের ঘটনায় জানাইয়া গ্রামের হাজী রইছ আলীর পুত্র আফিজ আলী বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ ও আরো ৩ জনকে অজ্ঞাতনামা অভিযুক্ত করে মামলাটি দায়ের করেন। মামলা নং ২৬ (তাং ২৮.০৪.২১ইং)।

মামলার অন্যান্য অভিযুক্তরা হলেন- জানাইয়া গ্রামের মৃত রহিম উল্লাহর পুত্র আশিক আলী, মৃত তাহির উল্লাহর পুত্র আকমল আলী, মুক্তার আলীর পুত্র নূর আলী ও শানুর আলী, শুকুর আলীর পুত্র মঈন উদ্দিন ও নিজাম উদ্দিন।

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল সন্ধ্যায় পূর্ব বিরোধের জের আফিজ আলী গং ও রফিক আলী গংদের মধ্যে সংঘর্ষের ঘটনাটি সংঘঠিত হয়েছিল। এসব বাদী পক্ষের বসতঘর ভাংচুর করে প্রতিপক্ষ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪