দশঘর ইউনিয়নে নৌকার সমর্থনে উঠান বৈঠক-গণসংযোগ

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্র্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জবেদুর রহমানের ‘নৌকা’ প্রতীকের সমর্থনে উঠান বৈঠক ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইউনিয়নের ২ ও ৩নং ওয়ার্ডে গণসংযোগ শেষে ওয়ার্ডবাসীকে নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন চেয়ারম্যান পদপ্রার্থী জবেদুর রহমান।

যুবলীগ নেতা শহিদুজ্জামান সেলনের পরিচালনায় বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মানিক মিয়া, সাবেক সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক বশির মিয়া, আওয়ামী লীগ নেতা মাসুক মিয়া, এলাকার মুরব্বী সুফি মিয়া, দশঘর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি আশিদ আলী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সিতার মিয়া, যুবলীগ নেতা রুহেল খান, জিয়াউর রহমান জিয়া, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি রেদুয়ানুল করিম মাছুম, সাধারণ সম্পাদক মোবারক হোসাইন, দশঘর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মহসিনুর রহমান, ছাত্রলীগ নেতা শাহান শাহ। শুরুতে কোরআন তেলাওয়াত করেন ছাত্রলীগ নেতা মালেক মিয়া।

এসময় এলাকার মুরব্বী হাজী তোতা মিয়া, নানু মিয়া, সাকত আলী, আওলাদ মিয়া, সুন্দর আলী, তাহির আলী, আনসার মিয়া, তাহের আলী, নাজিম উদ্দিন, নূর মিয়া, আরশ আলী, পারুল মিয়া, সমুজ আলী, কৃষক লীগ নেতা জামাল আহমদ, যুবলীগ নেতা জয়নাল আবেদীন, ইউসুফ আলী, ছাত্রলীগ নেতা জামাল মিয়া, সেবুল মিয়া, জাহান আহমদ প্রমুখসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪