বিশ্বনাথে অটোরিকশার ধাক্কায় পথচারী নিহত

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় ছোট মিয়া (৩৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। তিনি উপজেলার দশঘর ইউনিয়নের ভল্লবপুর গ্রামের মৃত আব্দুল গণির পুত্র। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার মিয়ারবাজারে মাছহাটার সামনে এই ঘটনাটি ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করেন নিহতের ছোটভাই রাকিব আলী।

প্রত্যেক্ষদর্শী সূত্রে জানা যায়, মিয়ারবাজার মাছহাটার সামনের রাস্তা দিয়ে পায়ে হেঁটে যাচ্ছিলেন ছোট মিয়া। এসময় পিছন দিক থেকে ব্যাটারিচালিত একটি অটোরিকশা ছোট মিয়াকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্হানীয় লোকজন ছোট মিয়াকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ছোট মিয়া পেশায় একজন রাজমিস্ত্রী। তিনি ১ পুত্র  ও ২ কন্যা সন্তানের জনক।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪