বিশ্বনাথে বাড়ির ছাদে গাঁজা চাষ : যুবক আটক

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে বাড়ির ছাদে গাঁজা চাষ করায় নুরুল (৩৫) নামের এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সে উপজেলার দশঘর ইউনিয়নের চান্দভরাং গ্রামের মৃত রফিক আলীর ছেলে। বৃহষ্পতিবার (২৮ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় তার নিজ বাড়ী থেকে গাঁজার গাছসহ তাকে আটক করা হয়। এসময় জব্দ করা হয় টবে লাগানো ছোট-বড় ৭টি গাঁজার গাছ। এ ঘটনায় ডিবি পুলিশের এসআই ইমরোজ তারেক বাদী হয়ে আটককৃত যুবকের বিরুদ্ধে বিশ্বনাথ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়েছেন।

এ ব্যাপারে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) বলেন, সে (নুরুল) দীর্ঘদিন ধরে গাঁজার চাষ করে আসছিল।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪