র‍্যাব-১ এ সহকারী পরিচালক পদে যোগদান করলেন বিশ্বনাথের নোমান

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

নিজস্ব প্রতিবেদক :: র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ১-এ সহকারী পরিচালক পদে যোগদান করেছেন সিলেটের বিশ্বনাথের নোমান আহমদ। তিনি উপজেলার দেওকলস ইউনিয়নের কামালপুর গ্রামের মো. আবদুর রবের পুত্র। রবিবার (৪মে) ওই পদে তিনি যোগদান করেন।

এর আগে ৩৬তম বিসিএস এ পুলিশ ক্যাডারে উত্তীর্ণ হয়ে নোমান ২০১৮ সালের ৩ সেপ্টেম্বর সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেছিলেন। বাংলাদেশ পুলিশ একাডেমি সারদায় এক বছরের মৌলিক প্রশিক্ষণ শেষে ৬ মাসের বাস্তব প্রশিক্ষণের জন্য ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত ছিলেন।

শিক্ষা জীবনে নোমান আহমদ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ হতে অনার্স-মাস্টার্স সম্পন্ন করেন। উভয় পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে মেধার স্বাক্ষর রাখেন তিনি।

কর্মজীবনের শুরুতে নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের লেকচারার হিসেবে যোগদান করেন ২০১৪ সালের ফেব্রুয়ারিতে।

পরবর্তীতে ৩৫তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে উত্তীর্ণ হয়ে ২০১৭ সালের মে মাসে হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজে হবিগঞ্জের প্রভাষক পদে যোগদান করেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪