ছাতক হাইস্কুলে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

ছাতক সংবাদদাতা :: ছাতক সরকারী বহুমুখী মডেল হাইস্কুলের বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। দু’দিন ব্যাপী প্রতিযোগিতা শেষে বৃহস্পতিবার বিকেলে স্কুল মাঠে পুরস্কার সভা অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ মজিদুল ইসলাম।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঈনুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং শিক্ষার্থী স্নেহা দেব রায় জয়ী, জান্নাত মেহজাবিন ইকরা ও সামস সাইফুদ্দিন ইশরাকের পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাতক সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, উত্তর সুরমা আজমত আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গির আজাদ, ছাতক প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, শিক্ষানুরাগী সামছুদ্দিন।

বুধবার সকালে স্কুল মাঠে প্রধান অতিথি হিসেবে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গির আলম।

এসময় শিক্ষক আমিরুল হক, আরজু মিয়া, দিলোয়ার হোসেন খান, আব্দুল মুকিত, মনিরুজ্জামান, আবুল কালাম, অজয় কৃষ্ণ পাল, মাওলানা জাকির হোসেন, লায়লা আঞ্জুমানারা, ললিতা বেগম, সাবিকুন নাহার, সুমি চৌহানসহ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। বিকেলে স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪