বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে আর-রাহমান এডুকেশন ট্রাস্ট-ইউকে’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার তেলিকোনা গ্রামের রহমান মঞ্জিলে এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে অর্ধশতাধিক রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন ডা. কাজী মাইনুল ইসলাম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আর-রাহমান এডুকেশন ট্রাস্ট-ইউকে’র সভাপতি মাওলানা মুখলিছুর রহমান, সাধারণ সম্পাদক মাসুদ আহমদ, সংগঠক ও ব্যবসায়ী আলী হোসেন, ট্রাস্টি সুহেল আহমদ, এহছানুর রহমান, মাহফুজুর রহমান প্রমুখ।