বিশ্বনাথে অলংকারী ইউনিয়ন ছাত্রদলের বিক্ষোভ মিছিল-পথসভা

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

Picture SHOBA Biswanath Sylhet 27.06.2019সিলেটের বিশ্বনাথে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে নবগঠিত অলংকারী ইউনিয়ন ছাত্রদল। বৃহষ্পতিবার সন্ধ্যায় ইউনিয়নের পনাউল্লাহ বাজারে এই মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
অলংকারী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি দিলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ সুমনের পরিচালনায় মিছিল পরবর্তী পথসভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সদস্য আবদুল বাছির, শেখ আবদুস শহিদ আলেক্স, ছাত্রদল নেতা দিলোয়ার হোসেন সজীব, আবদুর রহমান। বক্তারা, ‘বৃহষ্পতিবার বিকেলে অলংকারী ইউনিয়নে যারা ছাত্রদলের পরিচয় দিয়ে মিছিল করেছে, তারা ইউনিয়ন ছাত্রদলের কেউ নয়। তারা নামধারী দালাল। তারা ছাত্রদলের নাম ভাঙ্গিয়ে ফায়দা লুটতে চায়। এইসব নামধারী দালালরা এখনি সাবধান না হলে রাজপথেই তাদেরকে প্রতিহত করা হবে।’
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা সৌরভ আহমদ লাকি, আবদুল জাকির, আবদুল মোমিন, অলংকারী ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি খয়ের আহমদ, সহ-সভাপতি হোসেন আলী, শানুর মিয়া, যুগ্ম সম্পাদক আবু বকর, বুরহান উদ্দিন আওলাদ, শেখ ডালিম, সাইফুল ইসলাম, আবদুর রহমান ডালিম, আজির উদ্দিন, আবদুস সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ইমন, হাসান মাহমুদ, নাজমুল ইসলাম, শাকিল আহমদ, জসিম উদ্দিন, সহ-প্রচার সম্পাদক নাজির হোসেন, দপ্তর সম্পাদক শাহেদ আহমদ, সহ-দপ্তর মামুন আহমদ, ছাত্রদল নেতা রুহেল, আরিফ, মইনুল হক, ফয়সল, মামুন, পাভেল, বুরহান, আকরাম হোসেন, জলাল, এমরান, কুতুব, সোহেল, সুমন, লয়লুছ, জুবেল, আলাউদ্দিন, মঞ্জুর হক, শেরওয়ান, লিটন, আমির আলী, আবদুল হালিম, তাজ উদ্দিন, জুনেদ, সাব্বির, মতিন, শাকিল প্রমুখ।-বিজ্ঞপ্তি

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪