জগন্নাথপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ২৮ ডিসেম্বর

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

Jagannathpur Pic 25-12- 2015জগন্নাথপুর অফিস :: জগন্নাথপুর উপজেলা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প আগামী ২৮ ডিসেম্বর অনুষ্টিত হবে। উপজেলার আষারকান্দি ইউনিয়নের বড়ফেচী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করবেন জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আকমল হোসেন ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ুন কবির। ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সাধারন সম্পাদক শাহ শাহিদুর রাহমান জানান, ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার গরীব অসহায় চক্ষু রোগীদের ছানী পড়া রোগী বাছাই করে ট্রাস্টের অর্থায়নে মৌলভী বাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা অপারেশন ও লেন্স সংযোজন করা হবে। অন্যান্যে চক্ষু রোগীদের চিকিৎসা, ঐষধ, চশমা ও পরামর্শ দেয়া হবে। এদিকে জগন্নাথপুর উপজেলা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সাধারন সম্পাদক শাহ শাহিদুর রাহমান ফ্রি চক্ষু চিকিতসা ক্যাম্প এর প্রচারনায় জগন্নাথপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাক প্রতিনিধি ও বিশ্বনাথ নিউজ টুয়েন্টিফর ডটকম এর সহকারী সম্পাদক মো: আব্দুল হাই, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ নেতা মসহুদ আহমদ, ইউপি সদস্য শাহ খায়রুল ইসলাম, মৌলভী বাজার জেলা যুবলীগের সদস্য শ্রী নিখিল তালুকদার, বড়ফেচী গ্রামের সমাজকর্মী হারুন মিয়া, ইউনূছ মিয়া, মৌলভী বাজার জেলা ছাত্রদল নেতা জগলু মিয়া প্রমূখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪