AM-ACCOUNTANCY-SERVICES-BBB

জানাইয়া গ্রাম নিয়ে কটুক্তির প্রতিবাদে জানাইয়া প্রবাসী সংঘের সভা

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: ডিসেম্বর - ৫ - ২০১৫ | ১২: ৩৩ অপরাহ্ণ

020043-nooruddin

বিশ্বনাথ উপজেলার অন্যতম বৃহত্তম গ্রাম ‘জানাইয়া‘ গ্রামকে নিয়ে কটুক্তি ও গ্রামের সুযোগ্য সন্তান বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহমেদ নূর উদ্দিনের উপর মিথ্যা মামলার প্রতিবাদের এক সভা গত সোমবার মিল্টকিংস এর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি আলহাজ্ব রইছ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান গৌছ খানের পরিচালনায় সভায় বক্তারা বলেন, যারা জানাইয়া গ্রামবাসীকে নিয়ে কটুক্তি করেছে তাদের অবশ্যই প্রকাশে ক্ষমা চাইতে হবে। অন্যতায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সভায় বিশ্বনাথ উপজেলার পরিষদের বার্ষিক সমন্নয় সভায় উপজেলা পরিষদের বরাদ্ধকৃত টিয়ার, কাবিকাসহ উন্নয়ন প্রকল্প নিয়ে কথা বলায় উপজেলার ভাইস চেয়ারম্যান আহমেদ নূর উদ্দিনের উপর সন্ত্রাসী হামলা ও মিথ্যা মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হহয়। বক্তারা অবিলম্বে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান। এছাড়া সভায় গ্রামবাসী অন্যায়ের প্রতিবাদ করায় তাদের সাথে প্রবাসীরা একাত্বতা পোষন করেন এবং সব ধরনের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

সভা থেকে পত্রপত্রিকায় ফেরিত বিবৃতিতে সহমত পোষন করেন প্রবীন মুরব্বি হাজী ধন মিয়া, নূরুল ইসলাম, হাজী সমু আলী, হাজী হুসমত আলী, আব্দুল মছব্বির, আব্দুল আজিজ, আব্দুল মন্নান, জাহির আলী, আলা উদ্দিন বাবুল, সমুজ আলী, আশিক আলী, মস্তাব আলী, সমুজ আলী, আবু বক্কর, আবুল খয়ের, সফিক মিয়া, সামছুল, হাবিব, সুনু মিয়া, লুতফুর রহমান, মখন মিয়া, মতিন মিয়া, মঈনুল ইসলাম হিরা, আব্দুন নূর, শাহ জামাল উদ্দিন, সেবুল মিয়া, সোহেল, আবুল হোসেন, আব্দুল জলিল, আবুল কালাম শাহ, শামীম মিয়া, খলিল, আজর আলী, ফারুক মিয়া, মাসুক মিয়া, আফছর আলী, আলা উদ্দিন, আব্দুল্লাহ প্রমুখ। -বিজ্ঞপ্তি

আরো সংবাদ