AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিলেতে ১৯ বছর ব’য়‘সে কাউন্সিলর হলেন বিশ্বনাথের ঈসমাইল

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: মে - ৭ - ২০২৪ | ১১: ৪২ অপরাহ্ণ

কাউন্সিলর বিশ্বনাথের ঈসমাইল

বিশ্বনাথনিউজ২৪:: যুক্তরাজ্যের ইয়র্কশায়ার ব্রাডফোর্ড মেট্টোপলিটন ডিস্ট্রিক্ট’র মাত্র ১৯ বছর বয়সে কাউন্সিল নির্বাচনে (২মে) কাউন্সিলের বোউলিং এন্ড ব্যাকারএন্ড ওয়ার্ড থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন বাঙালী বংশোদ্ভূত ঈসমাইল উদ্দিন। বিলেতের মা’টি’তে নির্বাচিত সর্বকনিষ্ঠ বাঙালী বংশোদ্ভূত কাউন্সিলর ঈসমাইল সিলেটের বিশ্বনাথ উ’প’জে’লা’র কারিকোনা গ্রামের প্রবাসী জমির উদ্দিন ও আসমা বেগমের প্র’থ’ম পুত্র (৪ বোন ও ২ ভা’ই’য়ে’র মধ্যে দ্বিতীয়)।

পাঁচ দ’শ’ক পূর্বে (১৯৭৩ সালে) বি’লা’তে’র মাটিতে এই ব্রাডফোর্ড কাউন্সিলে সিলেটের বিশ্বনাথ উপজেলার হাজারীগাঁও গ্রামের ম’নো’য়া’র হোসেন ১ম বাঙালী হিসেবে কাউন্সিলর নির্বাচিত হয়ে ছিলেন। মনোয়ার হো’সে’নে’র গড়া সেই ইতিহাসে আবার নতুন রূপে আ’রে’ক কীর্তি গড়লেন তাঁরই উপজেলার আরেক কৃ’তি’স’ন্তা’ন ঈসমাইল উদ্দিন। এছাড়া যু’ক্ত’রা’জ্যে গত অর্ধ শতাব্দী ধরে সি’লে’টী’রা প্রায় সকল ক্ষেত্রেই নিজেদের যোগ্যতার স্বাক্ষর রেখে আসছেন। এ’কে’ক জন নিজের প্রতিভার আলোয় আ’লো’কি’ত করেছেন গোটা বাঙালী ক’মি’উ’নি’টি তথা বিশ্বনাথীদের। এক্ষেত্রে অবশ্য ত’রু’ণ প্রজন্ম অনেকটাই এগিয়ে আছেন। মনোয়ার  হোসেনের দেখানো প’থে’র ধারাবাহিকতায় প্রায় নি’র্বা’চ’নে’ই যুক্তরাজ্যের বিভিন্ন কাউন্সিলের নির্বাচনে বিপুল সংখ্যক বাঙালী কা’উ’ন্সি’ল’র নির্বাচিত হয়ে আসছেন।

জানা যায়, ঈসমাইল উদ্দিন স’ম্ভ’ব’ত যুক্তরাজ্যে নির্বাচিত ১ম বাঙালী বংশোদ্ভূত স’র্ব’ক’নি’ষ্ঠ কাউন্সিলর। যিনি ২মে অ’নু’ষ্ঠি’ত’ব্য নির্বাচনে প্রতিদ্বন্দি লেবার পার্টি থেকে ৩ বারের নি’র্বা’চি’ত কাউন্সিলর হাসান খানকে ১৮২ ভোটের ব্য’ব’ধা’নে  হারিয়ে বাজিমাত করেছেন। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হি’সে’বে ঈসমাইল উদ্দিন পান ১ হাজার ৫৩২ ভোট ও তার প্র’তি’দ্ব’ন্দি হাসান খান পান ১ হাজার ৪৫০ ভোট। ব্রাডফোর্ড মে’ট্টো’প’লি’ট’ন ডিস্ট্রিক্ট কাউন্সিলের বোউলিং এন্ড ব্যাকারএন্ড ওয়ার্ডে ভো’টা’র’দে’র ৭০ শতাংশ পাকিস্তানী বংশোদ্ভূত, বাকী ৩০ শতাংশ ভো’টা’র বাংলাদেশী তথা অন্যান্য দেশের নাগরিক। কিন্তু ফি’লি’স্তি’ন ইন্স্যুতে অধিক সোচ্চার থা’কা ঈসমাইল ব্রাডফোর্ডে নতুন ওই গ’ণ’জা’গ’র’ণ সৃষ্টি করতে সক্ষম হয়েছেন।

সিলেটের বিশ্বনাথ উপজেলার কৃ’তি’স’ন্তা’ন ঈসমাইল উদ্দিন ২০০৪ সালের জুলাই মাসে ব্রা’ড’ফো’র্ড শহরে জন্মগ্রহন করেন। ছো’ট’বে’লা থেকেই প্রখর মেধাবী ঈসমাইল ব্রাডফোর্ড হ্যানসন এ’কা’ডে’মী’তে মাধ্যমিক শিক্ষার সময় ছিলেন স্কুল ক্যাপ্টেন ও ব্রাডফোর্ড ডি’ক’স’ন কলেজের ষ্টুডেন্টস ইউনিয়নের নির্বাচিত প্রেসিডেন্ট। বর্তমানে ঈসমাইল উদ্দিন লী’ড’স ইউনিভার্সিটিতে পলিটিক্যাল সায়েন্স এ অধ্যয়নরত এবং সেখানকার মুসলিম ষ্টু’ডে’ন্ট ফেডারেশনের এক্সিকিউটিভ প্রেসিডেন্ট।

আরো সংবাদ