Search
Close this search box.

ফ্রান্সে খাজাঞ্চী ইউনিয়ন ঐক্য পরিষদের আত্মপ্রকাশ ও শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন

Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথ প্রতিনিধি :: ফ্রান্সে খাজাঞ্চী ইউনিয়ন ঐক্য পরিষদ-প্যারিসের আত্মপ্রকাশ, শপথগ্রহণ ও ফরম বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার (২৪ ডিসেম্বর) বিকেলে সেখানকার স্থানীয় বনফুল রেস্টুরেন্ট ক্যাথসিমায় কেক কাটার মধ্যদিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংগঠনের নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান উপদেষ্টামন্ডলির প্রধান আনফর আলী।

খাজাঞ্চী ইউনিয়ন ঐক্য পরিষদ-প্যারিসের সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাসুদ আহমদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টামন্ডলির সদস্য এলাইছ রহমান, আবুল লেইছ, রহমত আলী, মুক্তার আলী, জোনায়েদ আহমদ জিসান।

আরও বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি মির্জা মো. গিয়াস, আলী হোসেন, সেলিম আহমদ, যুগ্ম সম্পাদক বদরুল আমিন শিপন, সহসাংগঠনিক সম্পাদক ফরিদ আহমদ, অর্থ সম্পাদক মো. জাহেদ আহমদ। শুরুতে ক্বোরআন তেলাওয়াত করেন সহসাংগঠনিক সোহেল আহমদ এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক তারেক আহমদ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি বাদল চন্দ্র চন্দ, যুগ্ম সম্পাদক রুবেল আহমদ, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান আতিক, প্রবাসী কল্যাণ সম্পাদক শফিকুর রহমান সুজন, দপ্তর সম্পাদক রাহাত তালুকদার, সহদপ্তর সম্পাদক মামুন আহমদ, ক্রিড়া সম্পাদক জয়নাল আহমদ, সহক্রিড়া সম্পাদক আবু হানিফ মাসুম, মাসুম আহমদ, নির্বাহী সদস্য তাজ উদ্দিন, জহির উদ্দিন, সদস্য জসিম উদ্দিন, শাবলু মিয়া, কছির উদ্দিন, রায়হান আহমদ, রুমান উদ্দিন, আজিজুল হক, জেবুল মিয়া, আখলিছ মিয়া, ফয়ছল আহমদ।
অনুষ্ঠানের শেষদিকে সংগঠনের ফরম বিতরণ করা হয়।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত