হয়তো চিন্তাও করেননি এ রকম হবে। দেখা হবে না প্রিয় মুখগুলোর সঙ্গে। ‘হারিয়ে’ যাবেন একসঙ্গে। চিরবিদায়ের এ পদধ্বনি হয়তো শুনতে পাননি। কিন্তু শেষ যাত্রায় এক ফ্রেমে বন্দি হয়েছেন তিন বোন। এক ফ্রেমে বাধা তিন বোনের ছবি এখন স্বজনদের কাছে শুধুই স্মৃতি। স্বজন হারানোদের কাছে তা বেদনার আরেক উৎস। নুসরাত জাহান হীরা তার ছোট বোন ফাতেমা তুজ জোহরা স্বর্ণা এবং খালাতো বোন জান্নাতুন নাঈম ঢাকায় ফিরছিলেন একসঙ্গে। মুন্সিগঞ্জের মাওয়ায় লঞ্চ ডুবিতে নিখোঁজ হন তিন বোন। হিরার লাশ পাওয়া গেলেও এখনো নিখোঁজ অপর দুই বোন। নুসরাত জাহান হীরা রাজধানীর সিকদার মেডিকেল কলেজ, ফতেমা রাইফেলস পাবলিক কলেজ এবং জান্নাতুন নাঈম পড়েন চীনের জইনজু ইউনিভার্সিটিতে। ঢাকায় ফেরার পথে ভ্যানগাড়িতে করে আসছিলেন লঞ্চ ঘাটে। পথেই তুলেছেন শেষ সেলফি। সেই ছবি পোস্ট করেছেন নুসরাত জাহান হীরা তার ফেইসবুক ওয়ালে। সোমবার সকাল ৯টা ৩৬ মিনিটে আপলোড করা হয় সেই ছবিটি। যার ক্যাপশন লেখা ছিলো On the Way Sister journey