AM-ACCOUNTANCY-SERVICES-BBB

সিলেটে সীমান্ত থেকে কয়লা আমদানির সময় শ্রমিকের মৃত্যু

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: অক্টোবর - ৪ - ২০২২ | ৩: ৪৮ অপরাহ্ণ

বিশ্বনাথনিউজ২৪::: সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে অবৈধভাবে কয়লা আমদানির সময় গর্তে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহত কর্মচারীর নাম রুবেল মিয়া (28 বছর)। সে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রজনী লাইন গ্রামের কাঞ্চন মিয়ার ছেলে।

ঘটনার সময় রুবেলের সঙ্গে থাকা আরেক কয়লা শ্রমিক গুরুতর আহত হন। আহত শ্রমিক শরাফত আলী (১৮) একই গ্রামের আমজাদ আলীর ছেলে।
বিজিবি ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে তাহিরপুরের ট্যাকেরঘাট সীমান্তের বুরুঙ্গাচড়া নামক পাহাড়ি টিলার ওপর দিয়ে ভারতে কয়লা আনতে যান রুবেলসহ কয়েকজন শ্রমিক। একপর্যায়ে কয়লা সংগ্রহ করতে গিয়ে রুবেল একটি পুরনো গর্তে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। তাকে বাঁচাতে গিয়ে তার সঙ্গে থাকা শরাফত আলীও আহত হন। পরে তাদের সাথে থাকা অন্য খনি শ্রমিকরা বাংলাদেশে ফিরে এসে তাদের পরিবারকে মামলার বিষয়টি জানায়। পরে সকাল ৯টার দিকে নিহত রুবেলের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে গর্ত থেকে লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

জবাবে টাকেরঘাট বিজিবি ক্যাপ্টেন সুবেদা মুক্তার হোসেন বলেন, ‘অবৈধভাবে কয়লা বহন করতে গিয়ে বিজিবির চোখের আড়ালে মানুষ মারা গেছে বলে শুনেছি। দেখলাম আত্মীয়রা লাশ বাড়িতে এনে রেখেছে।

আরো সংবাদ