তাইওয়ানে বিমান বিধ্বস্ত ॥ অর্ধ শতাধিক নিহত
বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: জুলাই - ২৩ - ২০১৪ | ৮: ১৩ অপরাহ্ণ
এবার তাইওয়ানে যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে কমপক্ষে ৫১ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এ খবর দিয়েছে বিবিসি। এতে বলা হয়, বিমানটি জরুরি অবতরণের চেষ্টা করে। কিন্তু তাতে ব্যর্থ হয়ে ওই হতাহতের ঘটনা ঘটে। খবরে বলা হয়েছে, এটি ছিল তাইওয়ানের আভ্যন্তরীণ ট্রান্সএশিয়া এয়ারওয়েজের একটি ফ্লাইট। তাইওয়ানের সিএনএ নিউজ এজেন্সি বলেছে, এ সময় বিমানটিতে ৫৪ জন যাত্রী ও চারজন ক্রু ছিলেন। বিমান চলাচল বিষয়ক কর্মকর্তারা বলেছেন, এ বিমানটির ফ্লাইট নম্বর ছিল জিএ২২২।