Search
Close this search box.

ইউক্রেনে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে রাশিয়া

ইউক্রেনে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে রাশিয়া
Facebook
Twitter
WhatsApp

আন্তর্জাতিক ডেস্ক:: ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে রাশিয়া। শহরের বিভিন্ন স্থানে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

বিমান হামলার সাইরেন বাজছে পুরো শহরে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে মঙ্গলবার (১৬ মে) সকালে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী কিয়েভে বড় আকারের বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বিমান হামলার সাইরেন বাজছে শহর জুড়ে ।

সোশ্যাল মিডিয়ায় ভিডিওতে দেখা গেছে যে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা একটি সন্দেহভাজন রাশিয়ান ক্ষেপণাস্ত্র ছোড়ার চেষ্টা করছে।

সরকারি বার্তায় মানুষকে সতর্ক করা হচ্ছে। সবাইকে জানালা থেকে দূরে থাকতে বলা হয়েছে। বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বাধাগ্রস্ত হওয়া এমন ক্ষেপণাস্ত্রের টুকরো আকাশ থেকে পড়েছিল।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেছেন, কিছু রকেটের টুকরো শহরের চিড়িয়াখানা সহ কেন্দ্রীয় এলাকায় অবতরণ করেছে। আহত হওয়ার খবরও পাওয়া গেছে।

কিয়েভের একজন কর্মী বলেছেন, এটি একটি জটিল হামলা। ড্রোন এবং ক্ষেপণাস্ত্র উভয়ই ব্যবহার করা হয়েছে।

রাজধানীর সামরিক প্রশাসনের জটিল বলেছেন, অল্প সময়ের মধ্যে আকাশে উড়ে যাওয়া ক্ষেপণাস্ত্রের সংখ্যা সবচেয়ে বেশি। প্রাথমিক তথ্য অনুযায়ী, কিয়েভের আকাশসীমায় শত্রুপক্ষের বেশিরভাগ বিমানকে চিহ্নিত করে ধ্বংস করা হয়েছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত