
আগামী শনিবার তফসিলি ব্যাংকের শাখাগুলো খোলা থাকবে
বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: জুন - ২৫ - ২০১৪ | ৫: ০৮ অপরাহ্ণ | সংবাদটি 580 বার পঠিত

করদাতাদের আয়কর জমা দেয়ার সুবিধার্থে আগামী শনিবার তফসিলি ব্যাংকের শাখাগুলো খোলা থাকবে।
বুধবার এ সংক্রান্ত নিদের্শনা দিয়ে একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
সার্কুলারে উল্লেখ করা হয়, জাতীয় রাজস্ব আহরনের স্বার্থে চলতি মাসে জমাকৃত পে অর্ডার বা চেকগুলো ৩০ জুনের মধ্যে নগদায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং করদাতাদের আয়কর দেয়ার সুবিধার্থে শনিবার তফসিলি ব্যাংক খোলা থাকবে।
সূত্র : বাসস।

